ইতালিতে ১০ হাজার বাংলাদেশির ভবিষ্যত অনিশ্চিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইতালিতে ১০ হাজার বাংলাদেশির ভবিষ্যত অনিশ্চিত



ইতালিতে বসবাসরত বাঙালিদের মধ্যে প্রায় ১০ হাজার অবৈধ নাগরিকত্বের সঠিক কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হলে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে না বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

দেশটির রাজধানীতে দূতাবাস ভবনে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা নিয়ে এক মতবিনিময় সভায় একথা জানান নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।

এসময় তিনি আরও বলেন, যারাই পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাদেরকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশি।

একইসঙ্গে, আবেদনকারীর বয়স মূল বয়স থেকে ৫ বছরের বেশি বাড়ানো হলে তাদের পাসপোর্ট হাতে পাওয়া, পাসপোর্ট অধিদপ্তরের ওপর নির্ভর করবে বলেও জানানো হয়। দূতাবাসের এমন সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়লো ইতালিতে বসবাসরত প্রায় ১০ হাজার অবৈধ বাংলাদেশির ভবিষ্যত।

কোন মন্তব্য নেই