১ হাজার ট্রিলিয়ন টন হীরার মজুদ!
পৃথিবীতে স্বর্ণের যথেষ্ট মজুদ আছে। এক সময় ধনাঢ্য ব্যক্তিদের সংগ্রহের স্বর্ণ, রুপা ও হীরা থাকতো। কিন্তু সেই মজুদের পরিমাণ আর কতই বা হবে? নিশ্চিয়ই তা গণনার মধ্যে সীমাবদ্ধ ছিল।
তবে গবেষকরা বলছেন, পৃথিবীতে হীরার মজুদ রয়েছে কল্পনার চেয়েও বেশি। এতদিন যা ধারণা করা হতো তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি হীরার মজুদ রয়েছে।
গবেষণায় দেখা গেছে, যে পরিমাণ হীরা ভূপৃষ্ঠে মজুদ রয়েছে তা যদি উত্তোলন করা সম্ভব হয় তাহলে পুরো পৃথিবীকে হীরায় মুড়ে ফেলা সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক সম্প্রতি তাদের গবেষণায় এ তথ্য পেয়েছে।
তাদের গবেষণাটি জিওকেমিস্ট্রি, জিওফিজিকস, জিওসিস্টেমস সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।
গবেষণায় দাবি করা হয়েছ, ভূপৃষ্ঠের গভীরে কোয়াড্রিলিয়ন টন বা ১ ট্রিলিয়ন টনের ১ হাজার গুণ বেশি হীরা মজুদ রয়েছে।
কোন মন্তব্য নেই