এবার আরো কঠিন হলো ইউটিউব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার আরো কঠিন হলো ইউটিউব



ম্যানুয়াল কনটেন্ট আইডি ক্লেইমিং পলিসিতে পরিবর্তন এনেছে ভিডিও শেয়ার করার ওয়েবসাইট ইউটিউব। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন নিয়মে পুরো ভিডিও ব্লক হওয়ার হার বাড়তে পারে।



‘ম্যানুয়াল ক্লেইমিং’ টুল থেকে ‘খুব ছোট’ অথবা কোনো মিউজিকের ‘অনিচ্ছাকৃত ব্যবহারের’ জন্য কপিরাইট মালিকেরা ক্রিয়েটরের ভিডিও মনিটাইজ করতে পারবেন না। তার পরিবর্তে তারা অন্য পক্ষকে মনিটাইজ করা থেকে বিরত রাখতে পারবেন অথবা পুরো ভিডিওটি ব্লক করে দিতে পারবেন।

ম্যানুয়াল ক্লেইমিং এমন একটি টুল যার মাধ্যমে আপনি আপনার কনটেন্ট চোরদের ধরতে পারবেন। অন্য কোনো ইউটিউবার তার ভিডিওতে আপনার কনটেন্ট ব্যবহার করেছেন কি না, এই ফিচারের মাধ্যমে সেটি বোঝা যায়।

ইউটিউব বলছে, মনিটাইজড ভিডিওতে ব্যবহৃত খুব ছোট মিউজিক ক্লিপের ম্যানুয়াল ক্লেইমিং আক্রমণাত্মক আকার ধারণ করছে। এই ক্লেইমিং মূলত ঠিক না, কারণ তারা ক্রিয়েটরের সব আয় দাবিদারের কাছে স্থানান্তর করে।



নতুন পরিবর্তন শুধু ম্যানুয়াল ক্লেইমিং টুলের ক্ষেত্রে হবে।

কোন মন্তব্য নেই