জাকির নায়েকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নিচ্ছে ভারত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাকির নায়েকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নিচ্ছে ভারত



আলোচিত-সমালোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে যাচ্ছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। হিন্দুস্তান টাইমস জানায়, ইডির পক্ষ থেকে মুম্বাইর একটি আদালতের দারস্থ হওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
ইডি জানায়, জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। এটি জারি হলেই ইডির পক্ষ থেকে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আহ্বান জানাবে ভারত সরকার।

অব্শ্য, এর আগে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর অনুরোধ প্রত্যাখান করেছিলো ইন্টারপোল।

চলতি বছরের মে মাসে জাকিরের বিরুদ্ধে সরাসরি চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে তার বিরুদ্ধে ১৯৩ কোটি রুপি পাচার ও তরুণদের উগ্রবাদি তৎপরতায় উসকানির অভিযোগ আনা হয়।

চলতি সপ্তাহে মালয়েশিয়ার ৯ রাজ্যে জাকির নায়েকের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে জাকির নায়েক ধর্মীয় অনুষ্ঠানে জাতিগত বৈষম্যমূলক বক্তব্য প্রদান করেন বলে অভিযোগ ওঠে। এক বক্তব্যে তিনি বলেন, ভারতীয় মুসলিমদের তুলনায় শতভাগ বেশি অধিকার ভোগ করেন মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুরা। চীনারা একসময় মালয়েশিয়ার মেহমান ছিল। যেখানে তিন কোটি ২০ লাখ জনসংখ্যার ৬০ শতাংশ মুসলমান আর বাকিরা চীনা ও ভারতীয়। সেখানে ভারতীয়দের সিংহভাগ হিন্দু ধর্মাবলম্বী।

এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জাকির নায়েক সীমা লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেন।

কোন মন্তব্য নেই