পাকিস্তানে কাশ্মীর নিয়ে পোস্ট করলেই ফেইসবুক, টুইটার বাতিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাকিস্তানে কাশ্মীর নিয়ে পোস্ট করলেই ফেইসবুক, টুইটার বাতিল





পাকিস্তানী কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে কাশ্মীরকে সমর্থন করে সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করলে সেসব অ্যাকাউন্ট বাতিল করা হবে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এমন খবর জানিয়েছে কয়েকটি গণমাধ্যম।

পাকিস্তানী সংবাদ মাধ্যম ডনকে দেশটির আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, কাশ্মীরের বর্তমান অবস্থাকে সমর্থন করে কোন পাকিস্তানী টুইটার বা ফেইসবুকে কিছু পোস্ট করলে বা ম্যাসেজ দিলে সেসব অ্যাকউন্ট বাতিল করা হবে।

যারা বিষয়টি নিয়ে কোন পোস্ট দিয়েছেন ইতোমধ্যে তাদের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে বলেও জানান মেজর জেনারেল আসিফ গফুর।

এসব অ্যাকাউন্ট বাতিলের কারণ হিসেবে পাকিস্তানী কর্তৃপক্ষ বলছে, সামাজিক মাধ্যমগুলোর বড় কর্মকর্তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। সে কারণে দেশটির নিরাপত্তার বিষয়টিকে দেখেই এসব অ্যাকাউন্ট বাতিল করা হচ্ছে।

এর আগে গত ৫ আগস্ট ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপ করে দেয় মোদী সরকার। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে রাজ্যটিকে দ্বিখণ্ডিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণা দেয় ভারত সরকার।

কোন মন্তব্য নেই