অভিনন্দনকে ভূপাতিত করা দুই পাক পাইলটকে পদক প্রদান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অভিনন্দনকে ভূপাতিত করা দুই পাক পাইলটকে পদক প্রদান





কাশ্মিরের পুলওয়ামাতে জঙ্গী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে মিগ-২১ যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানের ভূখন্ডে প্রবেশ করা ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ভূপাতিত করা পাক বিমান বাহিনীর দুই পাইলটকে সামরিক সম্মাননা পদকে ভূষিত করলো পাকিস্তান সরকার।

পদকপ্রাপ্ত দুই পাইলট হলেন উইং কমান্ডার মোহাম্মদ নোমান আলী খান ও স্কোয়াড্রন লিডার হাসান মাহমুদ সিদ্দিকী।

ভারত সরকারের তরফ থেকে অভিনন্দন বর্তমানকে বীরচক্র পদক প্রদানের ঘোষনা দেয়ার পরপরই এমন ঘোষনা দিল পাকিস্তান।

অভিনন্দনকে ভূপাতিত করার পুরস্কার স্বরুপ উইং কমান্ডার নোমানকে সিতারা-ই-জুরাত ও স্কোয়াড্রন লিডার হাসান মাহমুদকে তামগা-ই-জুরাত পদক দেয়া হয়।



২৩ মার্চ ইসলামাবাদে পাকিস্তান দিবসের প্যারেড অনুষ্ঠানে তাদেরকে এ পদক পরিয়ে দেয়া হবে।

সিতারা-ই-জুরাত পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদক ও তামগা-ই-জুরাত হলো পাকিস্তানের চতুর্থ সর্বোচ্চ সামরিক পদক।

কোন মন্তব্য নেই