অস্ত্রসহ যুবক আটক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অস্ত্রসহ যুবক আটক





পটুয়াখালীর কলাপাড়ায় দেশীয় অস্ত্রসহ জাকারিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার টিয়াখালী বাজারসংলগ্ন ব্রিজের ঢাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ছ্যানা, একটি ছুড়ি ও দেশীয় তৈরি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। জাকারিয়া ধানখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের শাহালম প্যাদার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে টিয়াখালী ব্রিজের ঢালে জাকারিয়াসহ তার এক সহযোগীকে দেখতে পায়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় তার সহযোগী সাগর (৩০) নামের একজন পালিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জাকারিয়ার নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


কোন মন্তব্য নেই