রোহিঙ্গারা দেশের বড় বোঝা : প্রধানমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোহিঙ্গারা দেশের বড় বোঝা : প্রধানমন্ত্রী



রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় ধরনের বোঝা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মিয়ানমারকেই তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গণভবনে ইউকে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।

ইউকে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের সভাপতি অ্যানি মেইনের নেতৃত্বে প্রতিনিধিদের দুটি গ্রুপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, রোহিঙ্গারা দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং তাদের কারণে স্থানীয় মানুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে বলে প্রতিনিধিদের জানিয়েছেন শেখ হাসিনা।

আগামী দিনে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই