সৌদি আরবে হামলা নিয়ে চটজলদি সিদ্ধান্ত নয়, রাশিয়ার হুঁশিয়ারি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৌদি আরবে হামলা নিয়ে চটজলদি সিদ্ধান্ত নয়, রাশিয়ার হুঁশিয়ারি



সৌদি আরবের আরামকো তেল স্থাপনার উপর কে বা কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে চটজলদি কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। শনিবার সকালে ওই হামলার পর আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানের দিকে আঙ্গুল তুলেছে।

এ সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা সব দেশকে আহ্বান জানাব যাতে তারা চটজলদি এই হামলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেয় যার কারণে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। আমরা সব দেশকে এ ব্যাপারে যোগাযোগের ভেতরে থাকার জন্য আহ্বান জানাব যাতে পরিস্থিতি ক্রমশ শান্ত হয়ে আসে।

শনিবারের ড্রোন হামলার পর ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধার এর দায়িত্ব স্বীকার করেছে। এরপরও আমেরিকা হামলার জন্য ইরানকে দায়ী করছে; তবে সৌদি আরব এখনো স্পষ্ট করে কিছু বলে নি।
হামলার ব্যাপারে ইরানকে অভিযুক্ত করার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তা নাকচ করে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলার ব্যাপারে ইরানকে দায়ী করার চেষ্টা করেছেন তবে তিনি বলেছেন তারা কোনো যুদ্ধে জড়াতে চান না। সূত্র : পার্সটুডে।

কোন মন্তব্য নেই