যুবলীগ নেতা শামীমের কার্যালয়ে র্যাবের অভিযান
![]() |
| সম্প্রতি ছড়িয়ে পড়া শামীমের একটি ছবি |
খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতারের পর এবার আরেক যুবলীগ নেতার কার্যালয়ে অভিযানে গেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনে কেন্দ্রীয় যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের কার্যালয়ে এই অভিযান শুরু হয়।
নিকেতনের ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় 'জি কে বিল্ডার্সে' এ অভিযানের কথা সমকালকে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
তিনি বলেন, 'যুবলীগ নেতা শামীমের কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।'
এর আগে বুধবার রাতে গুলশানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ও ইয়ংমেনস ক্লাবের সভাপতি খালেদকে। এরপরই আলোচনায় আসে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক শামীমের নাম।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় শামীমের কার্যালয়ের বাইরে অসংখ্য মানুষ ভিড় জমায়। এ খবর লেখা পর্যন্ত বেলা পৌনে ৩টার দিকে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই