বিনামূল্যে আইনগত সেবা পাবার উপায় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিনামূল্যে আইনগত সেবা পাবার উপায়

বিনামূল্যে আইনগত সেবা পাবার উপায়; আইনগত সেবা পান বিনামূল্যে; বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট);
বিনামূল্যে আইনগত সেবা পাবার উপায়




সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে  অনুযায়ী বাংলাদেশের প্রতিটি নাগরিকই ন্যায় বিচার পাওয়ার সমান অধিকারী। কিন্তু দরিদ্রতার কারনে অধিকাংশ বিচারপ্রার্থী নাগরিক মামলা পরিচালনা করতে পারেন না। এতে তারা নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।এই বঞ্চিত নাগরিকদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের জন্য, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) নামে ১৯৯৩ সালের ১৯শে ডিসেম্বর বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে নিবন্ধিত হয়।




সংস্থাটির প্রধান উদ্দেশ আর্থিক বা অন্য কোন অক্ষমতার কারণে কোন নাগরিক যেন ন্যায় বিচারের সুযোগ হতে বঞ্চিত না হয় তার নিশ্চয়তা প্রদানের জন্য বিনামূল্যে আইন সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইনগত সেবা চালিয়ে যাওয়া। ব্লাস্টের প্রধান কার্যালয় ঢাকার কাকরাইলে অবস্থিত ছাড়াও দেশের ছয়টি বিভাগীয় শহর এবং তেরটি জেলা শহরে ব্লাস্টের শাখা কার্যালয় রয়েছে। প্রত্যেকটি শাখা অফিস স্থানীয় বার এসোসিয়েশনের সহায়তায় স্থাপিত হয়েছে এবং শাখার কার্যক্রম পরিচালনার জন্য বার এসোসিয়েশনের সদস্যদের মধ্য থেকে গঠিত একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। এ ব্যবস্থাপনা স্থানীয় বার এসোসিয়েশন পর পর তিন বছরের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়জন এবং দুজন মহিলা আইনজীবী, মানবাধিকার মনোভাবাপন্ন দুজন আইনজীবী, সংখ্যালঘু সম্প্রদায়ের একজন আইনজীবী প্রতিনিধিসহ মোট এগার সদস্য নিয়ে গঠিত হয়। এছাড়া প্রত্যেকটি শাখা অফিসের বিভিন্ন পেশার নয় সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি রয়েছে। প্রত্যেক শাখা অফিসের কার্যক্রম পরিচালনার জন্য একজন অভিজ্ঞ আইনজীবী সমন্বয়কারী হিসেবে কাজ করে থাকেন। মামলাসমূহ পরিচালনার জন্য প্রত্যেক শাখা অফিসে ৫০-১৫০ সদস্য বিশিষ্ট আইনজীবী প্যানেল রয়েছে।
ব্লাস্টের  কর্মসূচী
ক) গরীব ও অসহায়দের বিনামূল্যে আইন সহায়তা প্রদান বা মামলা পরিচালনা
খ) সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি
গ) আইন ও অধিকার বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা
ঘ) পোশাক শিল্পের শ্রমিকদের আইনগত সহায়তা সহ সচেতনতা প্রশিক্ষণ প্রদান
ঙ) জনস্বার্থে মামলা পরিচালনা এবং অধিপরামর্শ প্রদান
চ) প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, লবিং, সংলাপ ইত্যাদির আয়োজন করা
ছ) গবেষণাকর্ম, আইন বিষয়ক পুস্তিকা, প্রতিবেদন, আইনগ্রন্থ ইত্যাদি প্রকাশ করা।  

ইউনিটের নাম
ঠিকানা ও যোগাযোগ
প্রধান কার্যালয়

YMCA ডেভেলপমেন্ট সেন্টার, ১/১ পাইওনিয়ার রোড, কাকরাইল, ঢাকা- ১০০০
ফোন- ৯৩৪৯১২৫, ৮৩১৩৬৮৯
ফ্যাক্স- ৯৩৪৭১০৭
ই-মেইল- [email protected]
ওয়েব সাইট- www.blast.org.bd
ঢাকা  ইউনিট
৫১/১২ জনসন রোড (৩য় তলা), আজাদ সিনেমা হলের পার্শ্বে, ঢাকা- ১০০০
ফোন- ০২- ৭১৭২১৯২
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম ইউনিট
জেলা পরিষদ ভবন (নীচ তলা), কোর্ট রোড
ফোন- ০৩১-৬৩০৫৭৮
ই-মেইল- [email protected]
রাজশাহী ইউনিট
জেলা পরিষদ ভবন (২য় তলা), পূর্ব পার্শ্বে, রাজশাহী কোর্ট, রাজশাহী
ফোন- ০৭২১-৮১১৫৩৩
ই-মেইল- [email protected]
খুলনা ইউনিট
বার এসোসিয়েশন পুরাতন ভবন (৩য় তলা), খুলনা
ফোন- ০৪১-৮১২৭০২
ই-মেইল- [email protected]
বরিশাল ইউনিট
বার এসোসিয়েশন ভবন (২য় তলা), বরিশাল
ফোন- ০৪৩১-৬২৮০৫
ই-মেইল- [email protected]
সিলেট ইউনিট‌
বার এসোসিয়েশন ভবন (৩য় তলা), সিলেট
ফোন- ০৮২১-৮১৩৩০১
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ ইউনিট
বার এসোসিয়েশন ভবন (২য় তলা), ময়মনসিংহ
ফোন- ০৯১-৬৪১৯৭
ই-মেইল- [email protected]
নোয়াখালী ইউনিট
বার এসোসিয়েশন ভবন (২য় তলা), নোয়াখালী
ফোন- ০৩২১-৬১৬৬৩
ই-মেইল- [email protected]
যশোর ইউনিট
বার এসোসিয়েশন ভবন-১ (২য় তলা), যশোর
ফোন- ০৪২১-৬৭৬৭৪
ই-মেইল- [email protected]
কুমিল্লা ইউনিট
বার এসোসিয়েশন ভবন (নীচ তলা), কুমিল্লা
ফোন- ০৮১-৬৬৯৪৪
ই-মেইল- [email protected]
রংপুর ইউনিট
বার এসোসিয়েশন ভবন (নীচ তলা),
ফোন- ০৫২১-৬১০৬২
ই-মেইল- [email protected]
বগুড়া ইউনিট
খাজা বাড়ী (জেলা পরিষদ ভবনের পিছনে) (নীচ তলা)
ফোন- ০৫১-৬১৮৫০
ই-মেইল- [email protected]
পটুয়াখালী ইউনিট
বার এসোসিয়েশন ভবন (২য় তলা), পটুয়াখালী
ফোন- ০৪৪১-৬৪০৯৪
ই-মেইল- [email protected]
পাবনা ইউনিট
বার এসোসিয়েশন ভবন (২য় তলা), বরিশাল
ফোন- ০৭৩১-৬৪৫০
ই-মেইল- [email protected]
টাঙ্গাইল ইউনিট
৭৮৯, মঞ্জিল (২য় তলা), সদর হাসপাতাল রোড, সাবালিয়া, টাঙ্গাইল
ফোন- ০৯২১-৬২২০৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়া ইউনিট
বার এসোসিয়েশন ভবন (৩য় তলা), কুষ্টিয়া
ফোন- ০৭১-৫৩০৮৩
ই-মেইল- [email protected]
ফরিদপুর ইউনিট
ফরিদপুর কোর্ট মসজিদ হাউজ (২য় তলা), আবদ-আল্লাহ জহিরুদ্দীন সড়ক কোর্ট কম্পাউন্ড, ফরিদপুর
ফোন- ০৬৩১-৬৫৭৬৬
ই-মেইল- [email protected]
দিনাজপুর ইউনিট
স্কাই ভিউ (নীচ তলা), পুলিশ কোর্টের দক্ষিণে, ঈদগাঁ বস্তি, দিনাজপুর
ফোন- ০৫৩১-৬৫২৭৯
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটি ইউনিট
নিউ কোর্ট রোড, চম্পক নগর মোড় (২য় তলা), বনরূপা, কোতোয়ালী।
ফোন- ০৩৫১-৬৩৫০৯
ই-মেইল- [email protected]
গোপীবাগ ক্লিনিক
৮৯/৩-১ (৮ম গলি) (নীচ তলা), গোপীবাগ বিশ্বরোডের পাশে, ঢাকা
ফোন- ৭৫২২৭৭৬
ই-মেইল- [email protected]




কোন মন্তব্য নেই