‘ফেনী নদীর নাম হোক ‘আবরার নদী’’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘ফেনী নদীর নাম হোক ‘আবরার নদী’’







বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে, দেশের মাটি, পানি রক্ষার যুদ্ধে প্রথম শহীদ আবরার ফাহাদ।’

তিনি বলেন, ‘ফেনী নদীর নাম হোক-‘আবরার নদ’। ক্ষমতাসীন আওয়ামী সরকারের মাটি বিক্রি, পানি বিক্রি, দেশ বিক্রির নষ্ট বুদ্ধির বিরুদ্ধে সকলকে লড়াই করতে হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরারকে হত্যা করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরারকে পিটিয়ে হত্যা করা করেছে, বিশ্বজিৎকে নির্মমভাবে হত্যা করেছিল তারা। সেই ঘটনার পর তো কোনো দৃষ্টান্ত মূলক শান্তি হয়নি। তাই তারা আরো বেপরোয়া হয়েছে। ছাত্রলীগের তখমা ঘাড়ে থাকলে, পিঠে থাকলে কিচ্ছু হবে না। এই বোধ তাদের তাড়িত করেছে আরো কিছু অপরাধ করার জন্য, আরও কিছু খুন করার জন্য।’



সারাদেশের সাধারণ ছাত্রসমাজ ফুঁসে উঠেছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন,‘আবরারের খুনিদের বিচারের দাবিতে ছাত্রদের আন্দোলন এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশের সাধারণ ছাত্রসমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, এই মৃত্যূ উপত্যাকাকে শান্তিময় করতে রাজপথে এখনই নেমে আসতে হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই