ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৪০ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৪০



ইরাকে নতুন করে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজারের বেশি।

কর্মসংস্থান ও সরকারি পরিষেবা উন্নত করা এবং দুর্নীতি বন্ধের দাবিতে এ মাসের প্রথম দিকে এ বিক্ষোভ শুরু হয় বলে জানায় বিবিসি।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে বাগদাদের তাহরির স্কয়ারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা।

একপর্যায়ে তারা সুরক্ষিত গ্রিন জোন এলাকায় সরকারি ভবনগুলোর দিকে অগ্রসর হতে চাইলে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী।

এসময় নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ারশেল ক্যানিস্টারের আঘাতে বাগদাদে দুই বিক্ষোভকারী নিহত হন।

একাধিক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, অর্ধেকেরও বেশি বিক্ষোভকারী মারা যান মিলিশিয়া বাহিনী এবং সরকারি ভবনে হামলা চালাতে গিয়ে।

বিক্ষোভের সময় ‘আমরা ক্ষুধার্ত নই, আমরা আত্মমর্যাদা চাই’ বলে ইরাকিদের স্লোগান দিতে দেখা যায়।

এ মাসের প্রথম দিকে শুরু হওয়া এই বিক্ষোভ ইতোমধ্যে নির্মমভাবে দমন করেছে নিরাপত্তা বাহিনী। ওই সময় প্রায় ১৫০ জন বিক্ষোভকারী নিহত হন। তখন মাত্রাতিরিক্ত শক্তিপ্রয়োগের কথা স্বীকার করে সরকার।

বিক্ষোভের মুখে মন্ত্রিসভা পুনর্গঠন এবং সংস্কার প্যাকেজ গ্রহণের ঘোষণা দেন বছরখানেক আগে দায়িত্ব গ্রহণ করা প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। একই সঙ্গে বিক্ষোভের নামে সহিংসতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি।

কোন মন্তব্য নেই