নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু



নরসিংদী শহরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার শহরের বাসাইল রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সালামের (৭০) বাড়ি পলাশ উপজেলার ইছাখালী গ্রামে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়ীগামী তিতাস কমিউটার ট্রেনটি বাসাইল রেলগেট অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আবদুস সালামের। তার কোমর বরাবর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ জানান, রেলগেটে সিগন্যাল থাকায় সড়কের দুইপাশে যানবাহন পর্যন্ত থেমে ছিল। ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই