৩ মাসে ১ হাজার বই পড়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল!
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মজা করে মন্তব্য করেছেন, বিজেপির এই নেতা বোধহয় কমিক বই পড়ার কথা বুঝিয়েছেন
মাত্র তিন মাসেই এক হাজারের বেশি পড়ে ফেলেছেন বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।
শুক্রবার (২৬ অক্টোবর) শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে একটি অনুষ্ঠানে বিজেপি'র এই নেতা বলেন, "‘আমি এখানে এসেছি তিন মাস হল। এই সময়ের মধ্যে আমি এক হাজারের বেশি বই পড়েছি।" কলকাতাভিত্তিক সংবাদপত্র আনন্দবাজার এ খবর জানায়।
বক্তব্যে তিনি বই, শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও মননের সঙ্গে পশ্চিমবঙ্গের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন।
এদিকে জগদীপের এ বক্তব্য নিয়ে পশ্চিমবঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে হাসাহাসি। তিন মাসে ১ হাজার বই পড়া আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। কেউ কেউ মজা করে মন্তব্য করেছেন, বিজেপির এই নেতা বোধহয় কমিক বই পড়ার কথা বুঝিয়েছেন।
শুক্রবার দেওয়া বক্তব্যে পশ্চিমবঙ্গের ভূয়সী প্রশংসা করেন জগতীপ। তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি, মেধা সব দিক থেকেই দুনিয়ার মধ্যে ভারত শ্রেষ্ঠ এবং ভারতের মধ্যে বাংলা। আর শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বাংলার কোনও তুলনা জগতে নেই।
জগদীপ বলেন, "আমি বাংলার মানুষের সঙ্গে আন্তরিক ভাবে মিশতে চাই। বাংলার সাহিত্য, সংস্কৃতি জানতে চাই। কিন্তু সেখানে প্রোটোকল কখনও কখনও বাধা হয়ে দাঁড়ায়। আমি প্রোটোকলের লোক নই। আমি সাধারণ মানুষ। তবু প্রোটোকল মানতে হয়।"
তিনি বলেন, "প্রোটোকলের কারণে আমি সব বিষয়ে বলতে পারি না। কিন্তু আমার নীরবতাকে ভুল বোঝার সম্ভাবনা তৈরি হলে মুখ খুলি।"
কোন মন্তব্য নেই