কাশ্মীরে গ্রেনেড হামলায় ছয় নিরাপত্তাকর্মী আহত
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর আবারো গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ অক্টোবর) শ্রীনগরে নিরাপত্তা টহলের সময় সন্ত্রাসীদের হামলায় ছ'জন সি.আর.পি.এফ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সন্ত্রাস দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কাশ্মীর পুলিশের মহাপরিচালক।
এদিকে, কাশ্মীর নিয়ে বিরোধী কংগ্রেসের উদ্বেগের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, একটি গুলিও খরচা না করে উপত্যকাটিতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, শনিবার শ্রীনগরের করন নগর এলাকায় একটি গাড়িতে তল্লাশির সময় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সিআরপিএফ সদস্যদের ওপর অতর্কিত গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হন। জবাবে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় পুলিশ। এ ঘটনার পর এলাকাটিতে আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
রাজ্যটির পুলিশ মহাপরিচালক দিলবাগ সিংয়ের দাবি, কাশ্মীরের অবকাঠামো ধ্বংসে মরিয়া হয়ে উঠেছে জঙ্গিরা। বলেন, বিদ্যুত্ ও পানিসহ অঞ্চলটির যাবতীয় অকাঠামো ভেঙে-গুঁড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলতে চাইছে তারা।
কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেন, আমরা ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। আমি আশাবাদী, যারা কাশ্মীরের ধ্বংসে লিপ্ত শিগগিরই তাদের ধরে বিচারের আওতায় আনতে পারব
অবরুদ্ধ কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, বিশেষ মর্যাদা বাতিলের পর অঞ্চলটির পরিবেশ ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে।
অমিত শাহ বলেন, কংগ্রেস নেতারা পার্লামেন্টে কাশ্মীর নিয়ে অনেক বয়ান দেন। তারা বলে, সেখানে রক্তের বন্যা বয়ে যাবে। অথচ বাস্তবতা হলো আমাদের একটি গুলিও খরচ করতে হয়নি। একজন মানুষেরও প্রাণ যায়নি। কাশ্মীর এখন শান্তিপূর্ণভাবে উন্নতির পথে হাঁটছে।
তবে কাশ্মীর পরিস্থিতি নিয়ে সরকার যে দাবি করছে তা মোটেও সঠিক নয় বলে মনে করেন মার্কিন কংগ্রেসের ছয় সদস্য।
তারা বলেন, পরিস্থিতি যদি তা-ই হতো তাহলে সেখানে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের অবাধ বিচরণের সুযোগ দেয়া হতো। যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলার কাছে পাঠানো চিঠিতে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেভিড এন সিসালিনি, ডিনা টাইটাসসহ ছয় সদস্য কাশ্মীরের কারফিউসহ, বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি বিষয়ে জানতে চান।
কোন মন্তব্য নেই