টুইটারে নিষিদ্ধ হচ্ছে রাজনৈতিক বিজ্ঞাপন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইটারে নিষিদ্ধ হচ্ছে রাজনৈতিক বিজ্ঞাপন



জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তাদের প্ল্যাটফর্মে সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার টুইটারে দেয়া এক বার্তায় মাধ্যমটির প্রধান নির্বাহী জ্যাক ডরসি এ কথা জানান।

তিনি বলেন, যাচাই না করা বিভ্রান্তিকর তথ্য এবং একেবারে ভুয়া খবর পরিবেশনের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান সমস্যার ব্যাপারে কোম্পানিটি মেশিন লানিং বার্তা সংশোধনে এই পদক্ষেপ গ্রহণ করেছে।
ডরসি আরও বলেন, রাজনৈতিক বার্তা জনগণের কাছে এত দ্রুত পৌঁছানোর সুযোগ টাকার বিনিময়ে কিনতে পারা উচিৎ নয়, তা অর্জন করে নেওয়া উচিৎ।

কোন মন্তব্য নেই