আজিজ মোহাম্মদের অন্দরমহলে ১৯টি গাড়ি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজিজ মোহাম্মদের অন্দরমহলে ১৯টি গাড়ি



রাজধানীর বহুল আলোচিত ও বিতর্কিত চলচ্চিত্র পরিচালক এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে রোববার (২৭ অক্টোবর) অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় দু’টি বাড়ির দুই তত্ত্বাবধায়ককে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে আজিজ মোহাম্মদের বাড়ি থেকে মদ ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় আজিজ মোহাম্মদ বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

আজিজ মোহাম্মদের পাশাপাশি ছয়তলা এই দুটি বাড়ি। সেখানে থাকেন তার ভাইয়েল পরিবার, আরেক প্রয়াত ভাইয়ের পরিবার এবং দুই বোনের পরিবার।

দুটি ভবনের নিচে ছিল ১৯টি গাড়ি। তার মধ্যে কয়েকটি বেশ পুরনো মডেলের। এই গাড়িগুলো যে অনেকদিন ব্যবহার করা হয় না, তা দেখেই বোঝা যায়।

দুই ভবনের একটির চারতলার ফ্ল্যাট মাঝেমধ্যে আজিজের স্ত্রী নওরীন ব্যবহার করেন। এই ভবনের ছাদে সীসা বার, ক্যাসিনোর সামগ্রী পাওয়া গেছে।

ভবনটির তিনতলায় থাকেন প্রয়াত ভাইয়ের ছেলে ওমর মোহাম্মদ ভাই। তার ফ্ল্যাটেও কয়েকটি মদের বোতল পাওয়া যায়।


অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা জানতে পেরেছি, ছাদের সিসা বারটি ওমর মোহাম্মদ ভাই চালাত। তবে তাকে পাওয়া যায়নি।’

অন্য ভবনটির চারতলার এক পাশের ফ্ল্যাটের একটি কক্ষে বিপুল পরিমাণ মদ পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘যে ফ্ল্যাটটিতে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়, ওই ফ্ল্যাটের মালিক আজিজ মোহাম্মদ ভাই।’

কোন মন্তব্য নেই