বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশু নিহত
রাজধানীর রুপনগরের মনিপুর এলাকায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশু নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন। নিহতরা হলো- নুপুর, জান্নত, শাহীন, রমজান ও রিয়া মনি।
বুধবার বিকেল রূপনগরের ১১ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ৫ শিশুর লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ভ্যানের পাশে থাকা কয়েকজন শিশুর মরদেহ ছিন্ন-ভিন্ন হয়ে যায়। আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী, ঢাকা মেডিকেলসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
১২ শিশুসহ ১৫ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে।
কোন মন্তব্য নেই