সাউথ্যাম্পটনের বিপক্ষে লেস্টারের ৯ গোল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাউথ্যাম্পটনের বিপক্ষে লেস্টারের ৯ গোল



ইংলিশ প্রিমিয়ার লিগে জেমি ভার্ডি ও আয়োসা পেরেসের হ্যাটট্রিকে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৯-০ গোলে জয় পেয়েছে লেস্টার সিটি। এ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠল ব্রেন্ডন রজার্সের দল। 

দশ মিনিটে বেন চিলওয়েলের লক্ষ্যভেদ দিয়ে শুরু হয় গোল উৎসবের। ১৭ মিনিটে ব্যবধান বাড়ান ইউরি তিলেমানস। দুই মিনিট পর নিজের প্রথম গোলটি করেন পেরেস। ৩৯ মিনিটে স্কোর লাইন ৪-০ করেন পেরেস। ৪৫ মিনিটে ভার্ডির গোলের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লেস্টার। 
দ্বিতীয়ার্ধে আরও চার গোল হজম করে সাউথ্যাম্পটন। এরই মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় জয়ের ২৪ বছরের পুরান রেকর্ড গড়লো লেস্টার সিটি। 

কোন মন্তব্য নেই