রাতের আকাশ থেকে শক্তি নিয়ে বিদ্যুৎ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাতের আকাশ থেকে শক্তি নিয়ে বিদ্যুৎ



সোলার প্যানেলের মাধ্যমে সূর্যালোক থেকে শক্তি সঞ্চয় করে বিদ্যুৎ উৎপাদনের কথা আমাদের জানা। এবার বিজ্ঞানীরা নতুন একটি ডিভাইস তৈরি করেছেন, যা সোলার প্যানেলের মতোই কাজ করবে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই ডিভাইস বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সূর্যালোক কাজে লাগাবে না, রাতের শীতল আকাশ থেকে শক্তি সঞ্চয় করে বিদ্যুৎ উৎপাদন করবে।

বিজ্ঞানীরা বলছেন, তাদের উদ্ভাবিত ডিভাইসটি প্রাথমিকভাবে একটি এলইডি লাইট জ্বালাতে সক্ষম। তারা এই কাজটি বৃহৎ আকারে করবেন। তখন সেটি ঘর আলোকিত করার মতো বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। ডিভাইসটি প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের ঘাটতি পূরণে কাজে লাগবে।

বিজ্ঞানীরা জানান, নতুন এই নাইট-লাইট মূলত একটি থার্মোইলেকট্রিক বা তাপবিদ্যুৎ জেনারেটর। এটি পৃথিবী এবং মহাশূন্যের মধ্যকার তাপমাত্রার তারতম্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। যতক্ষণ না এটির এক প্রান্ত অন্য প্রান্তের চেয়ে শীতল হয়, ততক্ষণ জেনারেটরটি বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

জেনারেটরের শীতল  প্রান্তটি আকাশের দিকে মুখ করা থাকে এবং তাতে সংযুক্ত করা হয় একটি অ্যালুমিনিয়ামের প্লেট। এ প্লেটটি স্বচ্ছ কাভারের নিচে সিল করা হয় এবং তাপের বাইরে রাখতে ইনসুলেশন বা নিরোধক দিয়ে ঢেকে রাখা হয়। এই প্লেটটি ইনফ্রারেড বিকিরণ হিসেবে তাপ শোষণ করে চারপাশের বাতাসের চেয়ে শীতল থাকে। এই বিকিরণ স্বচ্ছ আবরণ দিয়ে বাইরের দিকে ছড়িয়ে দেয়। এ ছাড়া জেনারেটরটির নিচের দিকে একটি অনাবৃত অ্যালুমিনিয়ামের প্লেট সংযুক্ত থাকে, যেটি চারপাশের বাতাস দ্বারা গরম হয়। এক রাতে ওপরের প্লেটটি নিচের প্লেটের চেয়ে কয়েক ডিগ্রি বেশি শীতল হতে পারে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এই গবেষণা করছেন। সূত্র :সায়েন্সনিউজফরস্টুডেন্টস।

কোন মন্তব্য নেই