বুয়েট চাইলে ছাত্ররাজনীতি বন্ধ করে দিতে পারে: প্রধানমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুয়েট চাইলে ছাত্ররাজনীতি বন্ধ করে দিতে পারে: প্রধানমন্ত্রী







অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন করা নিষিদ্ধ আছে, বুয়েট চাইলে ছাত্ররাজনীতি বন্ধ করে দিতে পারে, এটা তাদের ওপর নির্ভর করবে। সিন্ডিকেট যদি মনে করে বন্ধ করে দিবে তারা বন্ধ করে দিবে এখানে আমরা কোন ইন্টারফেয়ার করবো না। এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ছাত্র রাজনীতিকে বন্ধ করা যায় না, ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে এটাতো মিলিটারি ডিক্টেটরদের কথা। আমাদের দেশের নেতৃত্ব উঠে এসেছে এই ছাত্ররাজনীতি থেকেই। আমি ছাত্ররাজনীতি করেই প্রধানমন্ত্রী হয়েছি বলেই দেশের ভালো মন্দ চিন্তাটা মাথায় থাকে তাই দেশের জন্য কাজ করে থাকি। যারা উড়ে এসে বসে তারা আসে ক্ষমতাকে উপভোগ করতে। রাজনীতি একটা শিক্ষার ব্যাপার, প্রশিক্ষণের ব্যাপার, সেটা ছাত্ররাজনীতি থেকে গড়ে উঠে।

এদিকে বুয়েট শিক্ষার্থী আবরারের মৃত্যুতে ছাত্ররাজনীতি বন্ধসহ ১০ দফা দাবি জানিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।


কোন মন্তব্য নেই