ইউরোপে ২০ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউরোপে ২০ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা







মার্কিন সরকার ইউরোপে অনুষ্ঠেয় একটি বিশাল সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য নিজের ২০ হাজার সেনাকে ইউরোপে পাঠাচ্ছে। গত ২৫ বছরে ইউরোপ মহাদেশে একসঙ্গে এত বেশি সেনা আর পাঠায়নি আমেরিকা।

মার্কিন সেনা কমান্ড সোমবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং ওই বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।



বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ইউরোপে ২০ হাজার সেনা পাঠাবে আমেরিকা। এসব সেনা ২০২০ সালের এপ্রিল ও মে মাসে ইউরোপে অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান ডিফেন্ডার’ নামক বিশাল মহড়ায় অংশ নেবে।

এদিকে মার্কিন সেনাবাহিনী ইউরোপীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, আগামী বছরের গোড়ার দিকে অনুষ্ঠেয় ওই মহড়ায় ২০ হাজার মার্কিন সেনার পাশাপাশি আমেরিকার মিত্র দেশগুলোর আরো ৩৭ হাজার সেনা অংশগ্রহণ করবে। জার্মানি ও পোল্যান্ড যৌথভাবে ওই মহড়ার আয়োজন করবে।


কোন মন্তব্য নেই