সরফরাজ হারালেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সরফরাজ হারালেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব



বিশ্বকাপ থেকেই সমালোচনা শুরু। তারই জেরে এবার টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারালেন পাকিস্তানের ক্রিকেটার সরফরাজ আহমেদ।

সার্বিক পারফরম্যান্সে অবনতির কারণে তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে শুক্রবার পিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই দুই ফরম্যাটে আলাদা অধিনায়ক নির্বাচিত করেছে পিসিবি কর্তৃপক্ষ। আসছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০১৯-২০২০ সেশনে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন উইকেট-কিপার ব্যাটসম্যান আজহার আলী। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২০ এ নেতৃত্ব দেবেন বাবর আজম।

কোন মন্তব্য নেই