প্রাইভেটকার-পিকআপ সংঘর্ষে নিহত ১ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রাইভেটকার-পিকআপ সংঘর্ষে নিহত ১



সাভারের আশুলিয়ায় পানিবাহী পিকআপের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তাজমুল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

রোববার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আলফা ক্লোথিং লিমিটেড কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এজিএম) ছিলেন।

পুলিশ জানায়, সকালে প্রাইভেটকারটি টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়ক হয়ে বাইপাইলের দিকে যাচ্ছিলো। এসময় প্রাইভেটকারটি আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি পানিবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাজমুলের।

এছাড়া প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পিকআপটি আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।


কোন মন্তব্য নেই