কাশ্মির ইস্যুতে ভারতের পাশে থাকবে সৌদি আরব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাশ্মির ইস্যুতে ভারতের পাশে থাকবে সৌদি আরব



কাশ্মির ইস্যুতে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ।

সৌদি সফরে গিয়ে মঙ্গলবার বাদশা সালমানের সাথে বৈঠকের পর এসব কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসময় সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলেও জানায় সৌদি আরব। এছাড়া দু’দেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন একে অপরকে সহযোগিতা করবে নয়াদিল্লি-রিয়াদ।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের অর্থনৈতিক উন্নয়নে বিষয় মাথায় রেখে সৌদি আরবের তেল এবং গ্যাস খাতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ভারত।

রিয়াদে অনুষ্ঠিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ এফআইআই সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে সোমবার সৌদি আরব পৌঁছান নরেন্দ্র মোদি।

কোন মন্তব্য নেই