র‍্যাঙ্কিংয়ে উন্নতি নেই বাংলাদেশের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

র‍্যাঙ্কিংয়ে উন্নতি নেই বাংলাদেশের







বেশ কয়েক বছর ধরেই সীমিত ওভারের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে আছে একবার এশিয়া কাপ জেতা বাংলাদেশ। সম্প্রতি নারী দলগুলোর বাৎসরিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের আগের অবস্থান নয় নম্বরেই আছে বাংলাদেশ নারী দল।

ওয়ানডেতে ৪৮ এবং টি-টোয়েন্টিতে ১৯৬ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে বাংলাদেশ। ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে পেছনে ফেলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। তবে টি-টোয়েন্টিতে দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড।

টি-টোয়েন্টিতে ভারত রয়েছে পঞ্চম অবস্থানে। যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের পর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে আছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করে র‍্যাঙ্কিংয়ে উপরে উঠে এসেছে থাইল্যান্ড। ১১তম অবস্থানে আছে দলটি। ২০২০ টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের খেলার সুযোগ পেয়েছে দলটি। এই প্রথম বৈশ্বিক কোনো টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে থাইল্যান্ড। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে ৪০তম অবস্থানে ডেনমার্ক এবং মেক্সিকো ৪১তম অবস্থানে উঠে এসেছে।


কোন মন্তব্য নেই