পিয়াজের বদলে ঝালমুড়িতে পেঁপে, ফেসবুকে ভাইরাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পিয়াজের বদলে ঝালমুড়িতে পেঁপে, ফেসবুকে ভাইরাল

সারাদেশে পিয়াজের মূল্য আকাশ ছোঁয়া। ১০০ থেকে এক লাফে ২৫০ টাকায় পৌঁছেছে নিত্য-প্রয়োজনীয় এ পণ্যটি। বাঙালিদের সব খাবারে পিয়াজ না হলে চলে না। এতদিন ঝালমুড়ির সঙ্গে পিয়াজ দিলেও দাম বাড়ার কারণে তাও দিতে পারছেন না ঝালমুড়ি বিক্রেতারা।

রাজধানীর সড়কে জাফর মিয়া নামে এক ঝালমুড়ি বিক্রেতাকে পেঁপে কাটতে দেখা যায়। পিয়াজের দাম ২৩০ টাকা কেজি হওয়ায় তিনি ঝালমুড়িতে পেঁপে দিচ্ছেন।

তিনি কি সত্যিই পিয়াজের বদলে পেঁপে দিয়ে ঝালমুড়ি বানাচ্ছেন কিনা সেটার প্রকৃত তথ্য উদঘাটন করা যায়নি। তবে পিয়াজের বদলে পেঁপে দিয়ে ঝালমুড়ি বানানোর ছবিটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

কোন মন্তব্য নেই