রাঙামাটিতে বৈধ-অবৈধ অটোরিকশা চালকরা মুখোমুখি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাঙামাটিতে বৈধ-অবৈধ অটোরিকশা চালকরা মুখোমুখি



রাঙামাটিতে নম্বরবিহীন সিএনজি অটোরিকশা বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। বিপরীতে গাড়ির নাম্বার পাওয়ার দাবিতে আয়োজিত আরেকটি মানববন্ধনও পুলিশ করতে দেয়নি। এই নিয়ে রাঙামাটিতে অটোরিকশা চালকরা মুখোমুখি অবস্থান নেয়। তবে পুলিশ কাউকে কোনও কর্মসূচি করতে না দেয়ায় শেষ পর্যন্ত কোনও ধরনের সংঘাত হয়নি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অটোরিকশা চালকরা শহরে অবৈধভাবে নাম্বারবিহীন অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনের শুরুতেই পুলিশ সংঘাত এড়াতে মানববন্ধন কর্মসূচি বন্ধ করে দেয়। এ সময় চালকরা অভিযোগ করে বলেন, সমিতির নেতৃবৃন্দ ও পুলিশ টাকার বিনিময়ে নাম্বারবিহীন গাড়ি রাস্তায় চলাচল করতে দিচ্ছে। প্রায় দুই শতাধিক নাম্বারবিহীন গাড়ি রাস্তায় নামার কারণে পর্যটন শহরের পরিবেশ ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পাশাপাশি বৈধ গাড়ির শ্রমিকদের আয় কমে গেছে।

অন্যদিকে একই সময়ে শহরের বনরূপা এলাকায় নম্বরবিহীন গাড়ির চালকরা আরেকটি মানববন্ধন করতে চাইলে পুলিশ সেটাও বন্ধ করে দেয়।

কোন মন্তব্য নেই