হাতে নয়, কম্পিউটারে লিখে দলিল রেজিষ্ট্রির সুপারিশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হাতে নয়, কম্পিউটারে লিখে দলিল রেজিষ্ট্রির সুপারিশ



রেজিষ্ট্রি দলিল হাতে না লিখে কম্পিউটারে কম্পোজ করে রেজিষ্ট্রি কার্যক্রম সম্পাদনা করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক হয়েছে। এ বৈঠকে সুপারিশটি করা হয়। বৈঠকে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য বেগম সাহারা খাতুন, মো. আব্দুল মজিদ খান, মো. শহীদুজ্জামান সরকার, শেখ ফজলে নুর তাপস এবং শামীম হায়দার পাটোয়ারী বৈঠকে অংশ নেন।

বৈঠকে ভূমি রেজিষ্ট্রেশনের ফি নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রেজিষ্ট্রেশন ফি কীভাবে নির্ধারণ করা হয় সে বিষয়েও মন্ত্রণালয়কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করা হয়।

দেশের জনগণের দুর্ভোগ কমাতে ভূমি রেজিষ্ট্রেশন পদ্ধতি ডিজিটালাইজেশনের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। জনদুর্ভোগ কমাতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, এতে কারা জড়িত এবং কীভাবে তাদের হাত থেকে জনগণকে সহায়তা প্রদান করা যায় সে বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে বলে জানানো হয়।

প্রতিবেদন প্রস্তুত করে বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি সদস্য শহীদুজ্জামান সরকারকে আহ্বায়ক এবং মো. আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী এবং বেগম রুমিন ফারহানাকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট সংসদীয় সাব-কমিটি গঠন করার সুপারিশ করা হয়।

বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই