ধামরাইয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ধামরাইয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান



ঢাকার ধামরাইয়ের ডাউটিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনার সময় ৫টি ইটভাটাকে ৬০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই ভাটা ৫ টির ইট পুড়ানো চুল্লি ভেঙ্গে দেয়া হয়।
বৃহস্পতিবার সকাল থেকে এই অভিযান চালায় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা মোতাবেক এবং তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ধামরাইয়ের ডাউটিয়াতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে ৫টি ইট ভাটা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলে এবং স্কুলসহ আবাসিক এলাকা সংলগ্ন ভাটাগুলো নির্মাণ করায় প্রতিটি ভাটাকে ১২ লাখ করে মোট ৬০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভাটাগুলো ভেঙ্গে দেয়া হয়।

তবে ভাটা মালিকদের অভিযোগ কোন নোটিশ ছাড়াই হঠাৎ করে এ অভিযান চালান তারা।

অভিযান চলাকালীন সময়ে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ছাড়াও বিপুল সংখ্যক র‌্যাব পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোতায়েন ছিল।

কোন মন্তব্য নেই