হাতিরঝিলে পুরুষের গলায় দড়ি দিয়ে টানল নারী, ভিডিও ভাইরাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হাতিরঝিলে পুরুষের গলায় দড়ি দিয়ে টানল নারী, ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যম মানেই ভাইরাল। কোনো কিছু দেয়া মাত্রই তা দ্রুত ছড়িয়ে পড়ে। তেমনই গতকাল (২৮ ডিসেম্বর) সামাজক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখা গেছে যা নিয়ে নেট দুনিয়া এখন তোলপাড়।

ভিডিওতে দেখা যায়, রাজধানীর হাতিরঝিলে একটি পুরুষ অর্ধেক নগ্ন হয়ে হেঁটে যাচ্ছে। তার গলায় একটি দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে একজন নারী। পুরুষটি একবার হেঁটে, আবার কোথাও উপুড় হয়ে হেঁটে যাচ্ছে। অনেকেই পাশ দিয়ে হেঁটে গেলেও তাদের দুজনের কোনো ভ্রুক্ষেপ নেই।

ভিডিওটি মূলত একটি পোর্টফোলিও শ্যূট করার সময়ের। যেখানে অভিনয় করেছেন টুটুল চৌধুরী এবং সেজু। যার জায়গা নির্ধারণ ছিল হাতিরঝিল। ফটোগ্রাফীতে ছিলেন সৌরভ সাহা এবং সায়েমা। এছাড়া এই শ্যূট করতে পুলিশও সহায়তা করেছেন তাদের।

তবে এই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই সহজভাবে নিতে পারে নি। কেউ কেউ আবার সাধারণভাবে দেখছে তবে নেগেটিভটাই বেশি ছড়িয়েছে। 

ভিডিও : https://www.facebook.com/adeelah.rehman.1/videos/618430305560617/

কোন মন্তব্য নেই