প্রাণঘাতী করোনার ঝুঁকিতে আছে বাংলাদেশও! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রাণঘাতী করোনার ঝুঁকিতে আছে বাংলাদেশও!

চীনের পর প্রাণঘাতী রোগ 'করোনা ভাইরাস' ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। তবে শুধু লিফলেট বিতরণ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে দায়সারা দায়িত্ব পালন করছেন সীমান্তবর্তী সব স্থলবন্দর ও চেকপোস্ট কর্তৃপক্ষ।

দেশের বিভিন্ন স্থল বন্দরের ইমিগ্রেশনে নামমাত্র মেডিকেল টিম গঠন করা হয়েছে। অথচ বন্দরের আশপাশে লিফলেট বিতরণ ও দেশের বাইরে থেকে আসাদের প্রাথমিক যাচাই-বাছাইয়ের মধ্যেই সীমাবদ্ধ তাদের কার্যক্রম।

তেমন কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

তবে, স্বাস্থ্য বিভাগ বলছে, ইমিগ্রেশন দিয়ে প্রবেশ করা দেশি-বিদেশি নাগরিকদের গায়ে জ্বর জ্বর ভাব, শুকনো কাশি, গলাব্যথা, চোখ লাল, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ করোনা ভাইরাসের কোন উপসর্গ দেখা দিলে, তাদেরকে হাসপাতালে নেয়ার পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই