অনলাইনে নারী ব্যবসা করতেন পাপিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অনলাইনে নারী ব্যবসা করতেন পাপিয়া







৩ বছর ধরে রাজধানী ঢাকায় পাপের সামাজ্য গড়ে তুলেছেন বহিষ্কৃত যুবলীগ নেত্রী পাপিয়া। পাঁচ তারকা হোটেলে নারী ব্যবসার পাশাপাশি অনলাইনেও চালিয়ে যাচ্ছেন এসকট সার্ভিস।

র‌্যাব জানায়, পাপিয়ার অবৈধ কর্মকান্ডের সঙ্গে রাজনৈতিক এবং সরকারি কর্মকর্তা যারাই জড়িত তাদেরকে আনা হবে আইনের আওতায়।

পাপিয়া। যাকে এতদিন সবাই যুবলীগ নেত্রী হিসেবে চিনলেও শনিবার র‌্যাবের হাতে আটকের পর বেরিয়ে আসতে থাকে তার অন্ধকার জগতের গল্প।

মাত্র ৩ বছরে হয়েছেন কয়েক কোটি টাকার মালিক। লোক দেখানোর জন্য ইন্দিরা রোডে ৫০ হাজার টাকায় একটি বাসা ভাড়া নিলেও থাকতেন পাঁচ তারকা হোটেলে।

শুরুটা বিভিন্ন ফ্ল্যাটে মেয়ে সরবরাহ দিয়ে হলেও পরবর্তীতে তা চলে যায় ঢাকা শহরের পাঁচ তারকা হোটেলগুলোতে। সাথে চলে অনলাইনে মেয়ে সরবরাহ।






র‌্যাব জানায়, বাংলাদেশে অনলাইন এসকট সার্ভিসের সাথেও পাপিয়ার সম্পর্কের কথা জানতে পেরেছেন।


র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার-বিন-কাশেম বলেন, এসকটের মেয়েদের টাকা দেয়া হয়। এবং এসকট প্রোফাইলের মাধ্যমে জানা যাবে মেয়েটি কোথায় আছেন, তার বর্তমান অবস্থান ও তার প্রাথমিক দরদাম। পাপিয়া অনলাইনে মাধ্যমে মেয়ে সরবরাহ করতেন।

এদিকে পাপিয়ার সাথে বিভিন্ন তদবীর বাণিজ্যে সরকারি যেসব কর্মকর্তা জড়িত তাদেরও তদন্ত চলছে। প্রমাণ মিললেই আনা হবে আইনের আওতায়।

সারোয়ার-বিন-কাশেম বলেন, তারকার হোটেলে তিনি মেয়েদের দিয়ে আন্দনফূর্তি করাতেন। এর ফলে কে কে উপকৃত হয়েছেন। তদন্তের মাধ্যমে খুঁজে বের  করে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

মাদক, সন্ত্রাস ও দুনীতির বিরুদ্ধে র‌্যাবের এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।






কোন মন্তব্য নেই