লোভী ব্যবসায়ীরাই আসল করোনাভাইরাস মন্তব্য করে যা বললেন রুবেল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লোভী ব্যবসায়ীরাই আসল করোনাভাইরাস মন্তব্য করে যা বললেন রুবেল
















বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে বাংলাদেশেও। এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ জন এবং মারা গেছেন দুইজন। করোনা আতঙ্কে দেশের বাজারেও বিরাজ করছে। ইতোমধ্যে মাস্ক ও স্যানিটাইজারসহ প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। বাজারে এসব পণ্যের দাম বৃদ্ধির পেছনে কারসাজি রয়েছে অনেকাংশে।

তাই লোভী ব্যবসায়ীদের কড়া সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার রুবেল হোসেন।

নিচে তুলে ধরা হলো: ‘লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এতো বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান,কারণ তারা মানুষ।
আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!








শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই। কেন?

মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনাভাইরাস।’

কোন মন্তব্য নেই