করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ফরাসি এমপি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ফরাসি এমপি








ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে , ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ সর্বশক্তি দিয়ে ভয়ঙ্কর এ ভাইরাস মোকাবিলার চেষ্টা করছে। এ লক্ষ্যে প্রতিটি বৃহৎ হাসপাতালে তৈরি করা হয়েছে বিশেষায়িত সেবা কেন্দ্র। করোনাভাইরাসের পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভারান।

এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফ্রান্সের ৬৮ বছর বয়সী একজন সাংসদ। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ফ্রান্সের স্থানীয় একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তি হওয়া সাংসদের নাম জঁ লূ খাজ্যার (Jean-Luc Reitze)। তিনি ফ্রান্সের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল লে রিপাবলিকা (Les Républicains) দলের সাংসদ।







তিনি বৃহস্পতিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, তিনি ছাড়াও ফরাসী সংসদের একজন কর্মচারীরও করোনা আক্রান্তের প্রাথমিক ধারণা করা হচ্ছে।
জানা যায়, ভাইরাসে আক্রান্ত এ সাংসদ ২৫ ফেব্রুয়ারি থেকে সংসদে অনুপস্থিত ছিলেন। তিনি সম্প্রতি বিদেশে সংসদীয় সফর করেছিলেন। ফ্রান্সের জাতীয় সংসদের সভাপতি রিচার্ড ফেয়ান্ড এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংসদের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই