দুবাইয়ে প্রথম গ্রোসারি বাস চালু ক্যারেফোরের
দুবাইয়ে সুবিধাবঞ্চিত সম্প্রদায় ও এলাকায় গ্রোসারি পণ্য পৌঁছে দিতে চলন্ত গ্রোসারি বাস চালু করছে ক্যারেফোর। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাজিদ আল ফুত্তায়েম গ্রুপের মালিকানাধীন ক্যারেফোর সপ্তাহে ছয়দিন পরিচালিত হবে। গ্রাহকের কাছে তাজা শাকসবজিসহ বিভিন্ন অর্গানিক ও হিমায়িত খাদ্য, স্ন্যাকস, পানীয় ও হালকা গৃহস্থালি পণ্য সরবরাহ করবে।
নির্ধারিত রুটে বাসটি ভ্রমণ করবে এবং নির্দিষ্ট জায়গায় থামবে। ক্রেতাদের বাসা থেকে অল্প দূরত্বে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করবে। ক্যারেফোর ইউএইর কান্ট্রি ম্যানেজার ফিলিপে পেগুইলহান বলেন, অঞ্চলটিতে শীর্ষ রিটেইলার হিসেবে আমাদের অবস্থান তুলে ধরতে প্রতিনিয়ত আমরা নতুন নতুন পথ অনুসন্ধান করছি। সে প্রচেষ্টার অংশ হিসেবে এ অনন্য ধারণা নিয়ে এসেছি, যেখানে আমরা গ্রাহকের কাছেই পৌঁছে যাচ্ছি ও তাদের চাহিদা পূরণ করছি।
দুবাইয়ের বিভিন্ন এলাকায় ক্যারেফোর মোবিমার্ট তার সেবা পৌঁছে দেবে। অধিকাংশ আবাসিক এলাকাসহ কাইট বিচ ও রাহাবা শ্রমিক বসতিতে থামবে গ্রোসারি বাসটি।
দুবাইয়ের যে যে গন্তব্যে বাসটি থামবে, সেগুলো হচ্ছে জাভজা-দক্ষিণ গেট, আকোয়া-জুনিপার ক্লাস্টার, ক্ল্যারেট ক্লাস্টার ও অ্যামাজোনিয়া ক্লাস্টার, রাহাবা কাইট বিচ, মেইদান-আমিরাতস পাইলট ভিলেজের কাছে, জুমেইরাহ ভিলেজ ট্রায়াঙ্গেল, জুমেইরাহ আইল্যান্ড এবং স্পোর্টস সিটি-ভিক্টোরি হাইটস।
দুবাইয়ের আল কিউজভিত্তিক স্টার্ট আপ বেস্পৌক ট্রেইলার্স কর্তৃক ক্যারেফোর মোবিমার্ট নির্মিত হয়েছে।
সূত্র : বণিক বার্তা

কোন মন্তব্য নেই