মাশরাফির ভবিষ্যৎ পরিকল্পনা কী?
প্রায় কুড়ি বছরের ক্রিকেট ক্যারিয়ার মাশরাফির। ক্রিকেটার মাশরাফির নেতৃত্বগুণ, দুরদৃষ্টি, ম্যাচ বোঝার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। সন্দেহ নেই তার অভিজ্ঞতার ভান্ডার নিয়ে।
টানা পাঁচ বছরের অধিনায়কত্ব ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আজ। এরপরে জাতীয় দলের জার্সিতে আর খেলা হবে কি হবে না সে প্রশ্ন সময়ের হাতে তোলা থাক। কিন্তু ক্রিকেটার মাশরাফির টাইগার দলে উপস্থিতি কমে যাবে সে বিষয় অনেকটাই নিশ্চিত।
মাশরাফি বিভিন্ন সময়ে বলে গেছেন, ক্রিকেটই তার ধ্যান-জ্ঞান। বিদায়বেলায়ও জানিয়েছেন তিনি আজকের মাশরাফি হয়ে উঠেছেন শুধু ক্রিকেটের বদৌলতে। ক্রিকেটার না হলে পারিবারিক ব্যবসা সামলাতেন জানিয়ে ম্যাশ বলেন, ‘ক্রিকেটার হয়েছি বলে আজ এই জায়গায় আসতে পেরেছি। যদি ক্রিকেট না খেলতাম তাহলে আমাদের পারিবারিক ব্যবসা আছে সেখানে চলে আসতে হতো। আমাদের অনেক মাছের ঘের রয়েছে। মাছের ব্যবসা করতাম।’
কিন্তু ক্রিকেট যার রক্তে, মস্তিষ্কে, মননে। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট কি তার থেকে কিছুই পাবে না? কি পরিকল্পনা মাশরাফির। জানিয়েছেন ভবিষ্যতের মূল পরিকল্পনাও ক্রিকেটকে ঘিরে, ‘ক্রিকেট আমার রক্তে। আমার জীবনে যা অর্জন তার প্রায় সবই ক্রিকেটের জন্য। সামনে আমার যতো পরিকল্পনা অবশ্যই তার প্রধান ক্রিকেট। যদি খেলোয়াড়রা কখনো ব্যক্তিগতভাবে মনে করে যে কোনো জায়গায় যে কোন সময় আমাকে প্রয়োজন। অবশ্যই আমি থাকব। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’
কিন্তু বর্তমান বাংলাদেশে মাশরাফি তো শুধু একজন ক্রিকেটার নয়। জনগণের প্রতিনিধিও। আর সে কাজেও কোনো অংশে পিছিয়ে থাকতে চান না মাশরাফি। তিনি মনে করেন, জনগণের জন্য তার এলাকায় তাকে কাজ করতে হবে, ‘আমাকে আমার এলাকার যা কাজ আছে সেগুলো করতে হবে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে পরবর্তী নির্বাচন পর্যন্ত আমাকে এটা করতে হবে। আর এখান থেকে অবশ্যই আমি পিছু সরব না।’
কোন মন্তব্য নেই