ভিয়েতনামে ১৪৫ ফাইভস্টার হোটেল কোয়ারেন্টিন সেবা দেবে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভিয়েতনামে ১৪৫ ফাইভস্টার হোটেল কোয়ারেন্টিন সেবা দেবে














করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভিয়েতনামের অন্তত ১৪৫টি ফাইভস্টার হোটেল তালিকায় নাম লিখিয়েছে কোয়ারেন্টিন ক্যাম্প হওয়ার জন্য।

এই হোটেলগুলো দেশটির প্রধান প্রধান শহরে অবস্থিত। তবে হোটেলগুলো জানিয়েছে তারা খুবই কম খরচে কোয়ারেন্টিন সেবা দেবে।

কোয়ারেন্টিন ক্যাম্প থাকা সময়কালে হোটেলগুলো আর অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হবে না।









ভিয়েতনামে গত ৬ মার্চ থেকে এখন পর্যন্ত ১০৫ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১০৪ জন এখনো চিকিৎসাধীন আছেন। আর একজন সুস্থ হয়েছেন গত সপ্তাহে। আর চিকিৎসাধীনদের মধ্যে ১২ জন প্রায় সুস্থ হয়ে উঠেছেন। দুইবার তাদের করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে।

দেশটির করোনা আক্রান্তদের বেশিরভাগই ইউরোপ বা আমেরিকা প্রবাসী। বাকীরা পর্যটকদের কাছ থেকে আক্রান্ত হয়েছেন।

রবিবার থেকে ভিয়েতনাম সব বিদেশি নাগরিকদের সেদেশে প্রবেশ নিষিদ্ধ করেছে। এমনকি ভিয়েতনামি বংশোদ্ভুত বিদেশি নাগরিকরাও সেদেশে প্রবেশ করতে পারবে না।

কোন মন্তব্য নেই