বাংলাদেশের জলসীমায় আসা সব জাহাজকে ১৬ দিন বহির্নোঙ্গরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশের জলসীমায় আসা সব জাহাজকে ১৬ দিন বহির্নোঙ্গরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন
















করোনাভাইরাস মোকাবিলায় এখন থেকে বাংলাদেশের জলসীমায় আসা সব জাহাজকে ১৬ দিন বহির্নোঙ্গরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করার পর জেটিতে প্রবেশের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।








সকালে বন্দর ভবন মিলনায়তনে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্ত জানান পরিকল্পনা ও প্রশাসন বিভাগের সদস্য জাফর আলম।এছাড়া বন্দরের সবকটি গেইটে থার্মাল স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের প্রবেশ বাধ্যতামুলক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখাসহ আমদানী রপ্তানী বাণিজ্য সচল রাখতে এই মুহুর্তে বন্দরের অপারেশন বন্ধ করার কোনো পরিকল্পনা না থাকলেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা জানান তিনি। এছাড়া বহির্নোঙ্গরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করায় বন্দরের মাধ্যমে মরণঘাতি ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা কম বলেও দাবি করেন তিনি।

কোন মন্তব্য নেই