১৪ দিন বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৪ দিন বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন









করোনাভাইরাস আক্রান্ত একজনকে শনাক্তের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে।

আবাসিক এলাকার পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা লকডাউনের বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই আবাসিক এলাকায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে, সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুয়েট কর্তৃপক্ষ এলাকাটি লকডাউন করেছে।

বুয়েটের এই শিক্ষক জানান, ঢাকেশ্বরী আবাসিক এলাকার বাসিন্দাদের আগামী ১৪ দিন যার যার বাসায় থাকার কথা বলা হয়েছে।







এর আগে মিরপুরের টোলারবাগের একটি এলাকা লকডাউন করে প্রশাসন। এছাড়া মাদারীপুরের শিবচরকে লকডাউন করা হয়েছে।

সোমবার পর্যন্ত দেশে আইইডিসিআরের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ জন। এর মধ্যে মারা গেছেন তিনজন। আর বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা এই ভাইরাসে মারা গেছে ১৫ হাজারের বেশি।

কোন মন্তব্য নেই