লেবাননের আকাশসীমা লঙ্ঘন: নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাল বৈরুত
ধারাবাহিকভাবে লেবাননের আকাশসীমা লঙ্ঘনের দায়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানিয়েছে বৈরুত। অভিযোগে বলা হয়েছে, আকাশসীমায় অনুপ্রবেশের মাধ্যমে তেল আবিব লেবাননের সার্বভৌমত্বের পাশাপাশি নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবও লঙ্ঘন করছে।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিতি শুক্রবার এ বিষয়ে জাতিসংঘের লেবানন বিষয়ক বিশেষ সমন্বয়কারী ইয়ান কুবিচের সঙ্গে আলোচনা করেন। এ সময় দক্ষিণ লেবানন পরিস্থিতি এবং নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের প্রতি বৈরুতের প্রতিশ্রুতিবদ্ধ থাকার ব্যাপারে কথা বলেন দুই কূটনীতিক।
এ সময় লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী জঙ্গিবিমান কর্তৃক তার দেশের আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানগুলো প্রায় প্রতিদিনই লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশ করে।
২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার ৩৩ দিনের যুদ্ধ শেষ হয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুমোদনের মাধ্যমে। ওই প্রস্তাবে ইহুদিবাদী ইসরাইলকে লেবাননের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বলা হয়েছে।-পার্সটুডে
কোন মন্তব্য নেই