বাড়তে পারে বৃষ্টি, ঝরবে রোববার পর্যন্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাড়তে পারে বৃষ্টি, ঝরবে রোববার পর্যন্ত







রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণও। তবে দুপুরের পর কিছুক্ষণ বন্ধ থাকতে পারে বৃষ্টি।

শনিবার (০৭ মার্চ) এমনটাই জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকায় এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দুপুরের পর হয়তো একটু ভালোর দিকে যেতে পারে। তবে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আজকের চেয়ে কাল পরিস্থিতি আরেকটু ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে।






শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শনিবার রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

কোন মন্তব্য নেই