নিউইয়র্কে একদিনেই ১০০ জনের মৃত্যু
মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু নিউইয়র্কে মারা গেছেন ১০০ জন। একই সঙ্গে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪০১ জন। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরা।
নিউইয়র্ক হলো যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল। রাজ্যটি এখন পর্যন্ত ৩,২৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। হাসপাতালগুলিতে নতুন রোগীদের উপচে পড়া ভীড় এখন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মোট মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরেই এই ভয়াবহ ঘোষণা আসে।
কুওমো জানান, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রমণের ২৫ শতাংশ নিউইয়র্ক রাজ্যে। ফেডারাল সরকার ভাইরাস সংক্রমণ রোধে তাকে ২ ট্রিলিয়ন ডলারের বেশি বরাদ্দ দেয়নি।
এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে বিশ্বে মৃতের হাজার সংখ্যা
বেড়ে ২৩ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে।
কোন মন্তব্য নেই