বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠক হবে অনলাইনে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠক হবে অনলাইনে














এ মুহূর্তে বিশ্বের ১৮৯ দেশের মানুষ একত্রিত হওয়া মানেই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ানো।তাই আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্প্রিং সামিট হবে অনলাইনে।করোনাভাইরাসের আতঙ্কে প্রযুক্তি বিশ্বেরও অনেক বড় বড় ইভেন্ট যেমন গুগল আইও কনফারেন্স, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডাব্লুসি), ফেইসবুকের এফ৮ ডেভেলপার কনফারেন্স ও গেইম ডেভেলপার কনফারেন্সের আয়োজন বাতিল হয়েছে।আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী দুটির এই সম্মলনে বিভিন্ন দেশের ১০ হাজার সরকারি আমলা, সাংবাদিক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সদস্যদের অংশ নেওয়ার কথা।সম্মেলনের ব্যাপারে বিশ্বব্যাংক ও আইএমএফ যৌথ এক বিবৃতিতে জানায়, বিনিয়োগকারীদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করতে ভার্চুয়াল কানেকশনকে কাজে লাগানো হবে।এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অনেকেই বলেছেন, প্রতি বছর স্প্রিং মিটিং অনলাইনে হওয়া উচিত। এতে খরচ কমবে, সময় বাঁচবে ও কার্বন নিঃসরণের মাত্রাও কমবে।চীনের উহান থেকে ছড়ানো করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৪২৫ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৮৬ জনের।






কোন মন্তব্য নেই