করোনায় সাত কোটি মানুষের মৃত্যুর শঙ্কা, ২.৩ ট্রিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনায় সাত কোটি মানুষের মৃত্যুর শঙ্কা, ২.৩ ট্রিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকি














সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় সাত কোটি মানুষের মৃত্যু হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিশেষজ্ঞদের শঙ্কা, করোনার দাপটে বিশ্বজুড়ে দুই দশমিক তিন ট্রিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা আরো দেখিয়েছেন, করোনাভাইরাস যদি একেবারে স্বল্পমাত্রায় থিতিয়ে আসে, তারপরেও দেড় কোটি মানুষের মৃত্যু হতে পারে। আর যদি দ্রুত একে নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে হতাহত ও ক্ষতির পরিমাণ বেড়ে যাবে। 

তার মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মারা যেতে পারে কয়েক লাখ মানুষ। ওয়ার উইক ম্যাককিবন জার্নালে প্রকাশিত ওই গবেষণার ফলাফলে বলা হয়েছে, মৃতের সংখ্যা ছয় কোটি ৮০ লাখ ছাড়িয়ে যেতে পারে। 

শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্তের পর মারা যাচ্ছিল দেড় থেকে দুই শতাংশ মানুষ। বর্তমানে তিন দশমিক চার শতাংশ আক্রান্ত মানুষ মারা যাচ্ছে। চীন এবং ভারতে কয়েক লাখ মানুষ মারা যাওয়ার শঙ্কা রয়েছে। তবে কেবল যুক্তরাষ্ট্রে দুই লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হতে পারে করোনার কারণে।







কোন মন্তব্য নেই