অ্যাপেক্স চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী সস্ত্রীক আক্রান্ত
বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী ও তার স্ত্রী নিলুফার মঞ্জুর নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
তাদের পারিবারিক সূত্র এই তথ্য জানিয়েছে।
সৈয়দ মঞ্জুর এলাহী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুটওয়ারের চেয়ারম্যান; মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা। সৈয়দ মঞ্জুর এলাহী সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) অন্যতম উদ্যোক্তা ও বর্তমান পরিচালক।
সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফার মঞ্জুর রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল সানবীমসের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ।
জানা গেছে, সৈয়দ মঞ্জুর এলাহীর শারীরিক অবস্থা মোটামোটি স্থিতিশীল। তিনি নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। কিন্তু নিলুফার মঞ্জুরের অবস্থার অবনতি হওয়ায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।
কোন মন্তব্য নেই