ঈদের রাতে দুই প্রাইভেটকারের সংঘর্ষে রাজধানীতে ৩ জন নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঈদের রাতে দুই প্রাইভেটকারের সংঘর্ষে রাজধানীতে ৩ জন নিহত














রাজধানীর কল্যাণপুর এলাকায় দুটি প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দিনগত রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দারুস সালাম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, কল্যাণপুর খালেক পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় পূর্ব পাশে একটি প্রাইভেটকার বিকল হয়ে যায়। তখন ওই প্রাইভেটকারের চালক দুইজন পথচারীর সহায়তায় গাড়িটি সরাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুত গতির অপর একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুইজন সহায়তাকারীসহ বিকল প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত চালকের বয়স আনুমানিক ৩০, অন্য দুইজনের মধ্যে একজনের বয়স ১৫ ও অপরজনের ২৪। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় জানা যায়নি।

নিহত ৩ জনের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পেছন থেকে ধাক্কা দেওয়া প্রাইভেটকারের যাত্রী-চালকসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে পুলিশ হেফাজতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওই চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দারুস সালাম থানা পুলিশ।

কোন মন্তব্য নেই