মার্কিন কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরছেন ইরানি বিজ্ঞানী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্কিন কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরছেন ইরানি বিজ্ঞানী












দীর্ঘ দুই বছর মার্কিন কারাগারে বিনাবিচারে আটক থাকার পর দেশে ফিরছেন এক ইরানি বিজ্ঞানী। সাইরুস আসকারি নামে ওই ইরানি বিজ্ঞানী গোপন তথ্য ফাঁস করার অভিযোগ যুক্তরাষ্ট্রের কারাগারে আটক ছিলেন।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে বলেন, ‘ভালো খবর হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে ইরানি বিজ্ঞানী সাইরুস দেশে ফিরে আসছেন।’

পার্সটুডে জানিয়েছে, ২০১৭ সালে ইরানের শরীফ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইরুস আসকারিকে যুক্তরাষ্ট্রে আটক করা হয়।

পাঁচ বছর আগে বিজ্ঞানী আসকারি তার ছাত্রদের সঙ্গে আমেরিকাতে করা একটি প্রজেক্টের গোপন তথ্য শেয়ার করেছিলেন বলে মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই তার বিরুদ্ধে অভিযোগ করেছিল

এরপর মার্কিন আদালত তার বিরুদ্ধে ভিসা আবেদনের প্রক্রিয়া, নিষেধাজ্ঞা এড়ানোর উপায় এবং ইরানে মার্কিন প্রযুক্তি পাচারের বিষয়ে গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আনে।






অভিযোগ দায়েরের আড়াই বছর পর বিজ্ঞানী আসকারি সব অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে মুক্তিলাভ করেন।

যুক্তরাষ্ট্রের কারাগারে থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সাইরুস আসকারি। লুইজিয়ানার একটি কারাগারে থাকা অবস্থায় গত মার্চ থেকে মুক্তি দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছিলেন তার আইনজীবি।

কোন মন্তব্য নেই