যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড ও ভিসার স্থগিতাদেশের মেয়াদ বাড়লো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড ও ভিসার স্থগিতাদেশের মেয়াদ বাড়লো












বিদেশীদের জন্য গ্রিন কার্ড ও ভিসার স্থগিতাদেশের মেয়াদ ২০২০ সালের শেষ পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এটা নিশ্চিত করেছেন।

হোয়াইট হাউজ থেকে বলা হচ্ছে, আমেরিকানদের জন্য এটা বাড়তি একটা চাকরির বাজার উন্মুক্ত করবে।

তবে সমালোচকরা বলছেন, মহামারিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র অভিবাসী আইন কঠিন করে তুলছে।

প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের ভিসা ও গ্রীন কার্ড স্থগিত হয়েছে। ৫ লাখ ২৫ হাজার চাকরিতে এর প্রভাব থাকবে।

হোয়াইট হাউস গত এপ্রিল মাসে প্রথম এ ভিসা বন্ধের ঘোষণা দেয়। সোমবার সে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।

তবে সোমবারের ঘোষিত নিষেধাজ্ঞায় বিদ্যমান ভিসাধারীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশা করা হচ্ছে।






গ্রীন কার্ডের মাধ্যমে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে থাকেন।

সূত্র : বিবিসি

কোন মন্তব্য নেই